দিব্যি কাব্যিতে অভিজিৎ অধিকারী

কেস নং – 58

কুয়াশারা উঁকি মারে,
ঝাঁপসা কাঁচের জালনায়।
নীল খামে করে,স্বপ্নপ্রহর
কাটে হৃদয়ের জোছনায়।।

ক্যানভাস কন্যার চোখ ছলছল
শুধুই রঙের ব্যায়
সোচ্চারে ওঠে প্রশ্ন!
“ফেরার পথ কোথায়?”

নিস্প্রভ হয়ে গেলে জোনাকি`
ঝিঁঝিঁদের সুরে
ঘর জুড়ে ধোঁয়া ধোঁয়া।
নিকোটিন পোঁড়ে

আরও গভীর রাত,চারিদিক থমথম;
মাঝে মাঝে প্রঃশ্বাস পড়ে
একটা রিভলবার লোড
ব্যাস, বারান্দা বেয়ে রক্ত ঝরে…

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।