কোন্ পাখির ডানা বাতাসে কী নাম লেখে তা জানতে হলে শিখে ফেলতে হবে বাতাসের ব্রেইলনামা। যে পতাকাটা দশ বছর ধরে উড়ছিল প্রতীক্ষালয় থেকে শুরু করে শোবার ঘরে; আজ ওরা পাল্টে দিয়ে গ্যালো…। তবু সুমিতদের ব্যাচের কেউ চাকরি পেলো না কেনো, কোনো খামারেই আর আলপনা আঁকে না কেনো শস্য…তা জানতে হলে আয়নার সামনে দাঁড়াতে হবে বিস্তর সময় নিয়ে। সে সময় আমাদের নেই।
এখন সময় পোস্টমর্টেমের। ঘটনা,সময়, ক্রম সব মিলিয়ে নিতে হবে পুঙ্খানুপুঙ্খ। ওই যে বিপন্ন সময়ের পাণ্ডুলিপি হাতে হেঁটে যান লেখক, কেউ ওঁকে আটকান। এই মুহূর্তে আর একটা শোকসভা করার সামর্থ্য আমাদের নেই।
সম্পাদক
অর্পণ