ক্যাফে কাব্যে অরূপ

মুসাফির
একটি আশা নিয়ে বসে আছি ফকিরের মত ।
তুমি পা দিয়ে উল্টে দিচ্ছ দ্রাঘিমা
ভায়োলিনের ছেড়া তারে বাঁধা হৃদয়,
লোকের গ্লানি দ্বিগুন বাড়ে, দ্বন্দ্বে থাকে ব্যাকরণ
আঙুল ছুঁয়েছে কান্না সুতো
মনোযোগ জারিত হয় বিক্রিয়ায়।
টমেটো রঙের রক্তে ভেসে যাচ্ছে পা,
মন ক্ষারীয় হলুদ হয়ে জানালায় স্থবির হয়
খুচরো পয়সায় বিকেল কিনি।