সাতে পাঁচে কবিতায় অদিতি
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
আলোর অসুখ
আলোর অসুখ, বড্ড আলোর অসুখ এ মনে।
এত এত আলোর কলরব বুনে গেছে যে সন্তাপ গহনে,
তারা কথোপকথন চায় নিকষ কালো অন্ধকারে।
অচেনা বিহঙ্গ কতবার ঋণী করে গেছে আকাশে স্পর্ধা লিখে;
টুপটাপ শব্দে সেই স্পর্ধা ঝরে। আমি আঁজলা ভরি।
জ্বলে ওঠে আবার কোনো আলো, সকাতরে আকড়ে ধরি কলম।
দেয়ালের ফাটলে গজিয়ে ওঠা বট পাকুড়ের সালোকসংশ্লেষে
মত্ত হয় সে আলো। ক্ষয়ে যাই, নিস্পৃহ হই আরো ধীরে ধীরে।
কবেই তো বলেছি এসব আলোয় আর মন নেই আমার।
বড্ড আলোর অসুখ এ মনে; এবারে অনন্ত নিশীথ চাই,
নিরাময় চাই।