“নীল সুনীলে দিন যাপন” দিকশূন্যপুরের কবিতারা -তে অনিমেষ

আদ্র

শীত পেরিয়ে গেছে ,
পাথর চুইয়ে গড়িয়েছে জল
আমার আর এখানে থাকার দরকার নেই,
খাপছাড়া একটা কথা বাঁধি,
থেকে যেতে চাওয়া একপ্রকার সমর্থন,
গিঁটে বাঁধি শৌর্য ; সংকলনে স্তুতি,
আবছা আলোয় সবকিছু নিয়ম বহির্ভূত প্রবচন হয়ে আটকে থাকে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।