কবিতায় স্বাতী রায় চৌধুরী

কোলাজ
এখন সবকিছুই বড় ভালো লাগে আমার
আগের থেকে আর ও অনেক বেশি করে
গ্রীষ্মের ধূলো ওড়া ঝাঁঝাঁলো দুপুর,
বর্ষার একটানা বেজে চলা বৃষ্টির সু্র
শীতে হিমের চাদরে মোড়া নিঃসঙ্গ রাত,
আর তোমার আমার ক্ষণিকের সাক্ষাৎ;
তুমি তো ব্যস্ত তোমার কাজে
নেই এতটুকুও সময় ফেলবার শ্বাস
আমি তো একাই কাটাই সারাবেলা
কর্মহীন কর্মে ব্যপৃত আমার গুমরে মরে দীর্ঘ অবকাশ;
তবুও যখন দুটো শালিখ দু’পায়ে লাফিয়ে লাফিয়ে চলে বেড়ায় আমার উঠোনময়
একটা শিশুর মতো নেচে ওঠে আমার হৃদয়;
এসব দেখার অবকাশ কই তোমার?
কম্পিউটারের সাথেই কাটাও দিনের বেশিটা সময়;
এই তো সেদিন তোমার আমার দেখা;
কাজের ছলে কিছুটা সময় আমরা কাটিয়েছিলাম একা
সেই মুহুর্তটাকে আমি নিয়ে এসেছি আমার সাথে করে
নিদাঘ গ্রীষ্মের অলস দুপুরগুলো নয়তো কাটাই কেমন করে?
তুমি কি পেরেছ ধরতে আমার সেই চুরি?
পারোনি আমি জানি;
কারণ মুহুর্তগুলো তোমার কাছে ক্ষণস্থায়ী
তোমার তো চিরকালই সময়ের টানাটানি।
সেই টুকরো টুকরো মুহুর্তগুলো দিয়ে সাজিয়ে তুলছি আমার কোলাজ;
আরো কিছু মুহুর্ত যদি দাও আমায়
সারা পৃথিবীকে দেখাবো আমার হাতের কাজ॥