কবিতায় নূপুর রায়

সব নেয়া যায়
কে বলছে যায় না নেয়া নিচ্ছে দেখি সবাই
উচ্চবাচ্য করলে পরেই দিচ্ছে গণধোলাই!
ডাইনোসর সব সরীসৃপের দল পারে না দাঁড়াতে,
শিরদাঁড়া সব আসমানী রং লিখছে নাম ভাড়া’তে!
নামে কি বা আসে বা যায় কথাটা বেশ সত্যি
ঘুরে ফিরে খাচ্ছে করে বুঝেছে একরত্তি!
শ্রী শ্রী এ ছড়াছড়ি আর চলবে সামনে খেলা
ঘুমিয়ে থাকো জনগণ আবার জমবে মেলা!
মেলা খেলায় মেতে থাকো হ’ও বধির আর অন্ধ
মাসোহারা নাও চুপ থাকো মুখটাও রাখো বন্ধ।
বুঝেছো যে জন উৎস কাহার উৎসবে করে দান
হাত পেতে তা গ্রহণ আর না থাক মানুষের মান।