কবিতায় শঙ্খ মিত্র

নোঙর
যা কিছু অর্জিত, যা কিছু সঞ্চিত
ধীরে ধীরে সব ক্ষয় হতে থাকে
সম্ভাবনার সূত্র মেনেও লয় হয়ে যায় কীর্তি
আমরা জেগে থাকি আধখানা চাঁদের নিচে
যেভাবে স্মৃতি আগলে দাঁড়িয়ে থাকে একলা সৌধ
বসতি পার হয়ে যায়, কূল পার হয়ে যায়
আকুল নোঙর চেয়ে দ্যাখে বারেবারে
চোরাবালি এসে ঠেকেছে পা’য়
অথচ যা কিছু প্রক্ষিপ্ত বলে ভাবছ
কোথাও তো তার শিকড় গাঁথা আছে
বিশ্বাস ও দূরত্বের মাঝে এক অদৃশ্য দেওয়াল
কীভাবে পাবে তার হদিশ? গোপন আঁতাত!
একটা ষষ্ঠ ইন্দ্রিয় বড় বেশি প্রয়োজন