কবিতায় আল্পি বিশ্বাস

মুসাফির মন
ভাবছো বুঝি আঁধার কেটে আলোর প্রকাশ
অনন্য এই প্রহর জুড়ে কবিতা পাঠ,
আদতে নীল জলোচ্ছ্বাসে পা ডুবিয়ে
সবুজ ঘন লতাগুল্মের স্বপ্নছায়ায়।
ডুব দিয়েছে আজন্ম মুসাফির মন
ধানী রঙে জড়িয়ে নীল আভরণ
কান পেতেছি বাতাসে সুর গুঞ্জরণ
এ নির্জনে ছড়ায় জাদু কি মায়ায়….