দিব্যি কাব্যিতে মধুসূদন দরিপা

বিভাস একটি রাগের নাম

বিভাস একটি রাগের নাম
সা ঋ গা পা দা র্সা
বিভাস একটি গাছের নাম
‘ এক জীবন ধরে খুঁজেছি কত সেই গাছ !
দেশের বাড়ির বীজ ….’
বীজ মানে গর্ভ, বীজ মানে দেশ
এ কোন উপমা নয়, জন্মবোধ
দেশ মানে সীমান্ত না, দেশ মানে গ্রাম
‘ কবে আমি ঘুড়ির পিঠে লিখে রেখে দিয়েছি
সীমান্ত মানি না ….’
কবে কবে সেই অন্ধকার যুগ থেকে
উড়িয়েছি ঘুড়ি
‘ অন্ধকার মুখে নিয়ে দৌড়চ্ছি
যেন জন্ম জন্ম পার ‘
বিভাস একটি রাগের নাম
র্সা দা পা, গা পা দা পা, গা ঋ সা
বিভাস একটি কবির নাম
যে কবি বিশ্বাস করে
‘ প্রতিটি মেয়ের নাম জলকাদা
প্রতিটি চিঠির নাম অন্ন ‘
যে কবি স্বপ্ন দ্যাখে
‘ এ জীবন অবিরল জল কুড়নোর ‘
যে কবি স্লোগান দ্যায়
‘ সমস্ত গাছের কাছে মানুষের ক্ষমা প্রয়োজন ‘
জলকাদা অন্ন মানে
অবিরল জল কুড়নোর দেশ
দেশ আদতে একটি গাছ
জন্মের গভীরে যার শেকড়
কে না জানে শেকড়ের গর্ভে থাকে বীজ
বীজ মানে মা
এ কোন উপমা নয়, জন্মবোধ
বিভাস একটি কবির নাম
যে কবি দিব্যি দ্যায়
‘ তোমার শেকড় আমি মাথায় জড়ালাম ‘
যে কবি জীবনভর সহস্র শিরোনামে
একটিই কবিতা লিখে যান
বিভাস একটি রাগের নাম
দা পা, গা পা গা ঋ সা
(উৎসর্গ : কবি শ্রীবিভাস রায় চৌধুরী )
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।