কবিতায় সারদা চক্রবর্ত্তি

চাষির মেয়ে
রাত্রি ঢলে চাঁদের কোলে,
ও মেয়ে তুই কোথায় যাস রে চলে?
সূর্যি মামা দিচ্ছে উঁকি,
ভোর হওয়া আর নেই যে বাকি।
কোলের শিশু কাঁকে লয়ে,
ও মেয়ে কোথায় তুই যাস রে চলে?
কাস্তে, কোদাল ঝুড়ি নিয়ে,
পান্তা ভাতে লঙ্কা ফেলে,
ও মেয়ে কোথায় তুই যাস রে চলে?
শিশির স্নাত আউস বলে,
ও মেয়ে আমায় নিয়ে যা রে ঘরে।
কাদায় মাখা চরণ তোর,
কড়া পরা কঠোর হাত,
পেটের খিদে মুচড়ে পেটে,
মাঠের কাজ সারতে হবে।
কোলের ছেলে খিদের জোরে,
কাঁদছে সে যে চাষা মায়ের তরে।
অবসরের নেই গো সময়,
মাঠের কাজ বাকি ঢের,
বপন বাণী বলছে হাঁকি ,
এখনো মাঠ চোষতে বাকি।
রোদ ঝালসা পশ্চিমি ম্লান রাশি,
ও মেয়ে, এখন তোর ঘরে ফেরা বাকি।