কবিতায় তৃষ্ণা বসাক

নেশা লাগিল রে
মহুয়া গাছ, দুটো।
পাশে লাইব্রেরি,
অন্য পাশে ডিশ গাঁথা ছাদ সারি সারি,
উল্টোদিকে গানের ইস্কুল,
মহালয়া এসে গেল,
মেয়েরা আসছে তাই সাদা শাড়ি
ভুবন মাতাতে,
যে কোন মুহূর্তেই বেজে উঠবে
আলোর সমস্ত বেণু অনর্গল,
পেছনে বাজার, বেবাক বাজার,
বলো বেশি নেশা হয় কীসে?
বলো বলো বেশি নেশা কীসে?