কবিতায় সুজন পণ্ডা

ঝুম বৃষ্টির শেষে
ঝুম বৃষ্টির শেষে……
তুমি দাঁড়ালে ছাদের কিনারায়।
একটি দেয়ালের মত
অজস্র মেঘ
ঘিরে আছে আবছা চাঁদ।
এত মোহ কেন? এতো কুয়াশা?
হাওয়ায় উড়ছে চুল
তোমার গন্ধ…
ঝুম বৃষ্টির শেষে
যেখানেই তুমি দাঁড়াও
যেখানেই আমি থাকি
আমাদের দুজনের ওপর একই আকাশ
- আমাদের মাথার ভেতর
সেই বৃষ্টি ভাঙার শব্দ…