কাব্যানুশীলনে জর্জ মুখার্জী

অজুহাত
শিখেছিলাম উপপাদ্য
খাদক নয়তো খাদ্য
অস্থির তাড়নায়
শিহরিত কামনায়
নিথর বালুকাবেলায়
বাতাস ঘুরপাক খায়।
বিবর্ণ পাণ্ডুলিপি
খুলে দিলে ছিপি
আসবে আলাদিন
লুটে নিও যেটা চাই
যোগ্যতা দরকার নাই।
অসীম মেঘের পানে
দিগন্ত ছুঁই গানে
রিক্ত শস্য খেত
আমি হই অনিকেত।
আলোর বাতি ঘরে
কামনা থরে থরে
মরছি প্রবল জ্বরে
নাভিশ্বাস ওঠে বাজারদরে।
ফিসক্যাল রেটে ওঠানামা
শেয়ার বাজার দেয় হামা
প্রান্তিক উপযোগিতা তত্ত্ব
কেড়ে নেয় সব সত্ব…..
ভূমির অধিকার।
চাবুকের দাম বেশি
মেধা আজ ভিনদেশি
চুলায় জ্বলে না ভাত
উন্নয়ন অজুহাত।।