কবিতায় কাজল দত্ত

বেরোজগার
স্বপ্নগুলো অবিন্যাস্ত উই ধরা টেবিলে!
বালমিকেরা খিলখিলিয়ে হাসে।
একে একে তারা তার ওপর জায়গা করে নেয় অনায়াসে।
তৈরি হয় সেই স্বপ্নের উপর বাল্মিকী।
বেরোজগেরে দিনগুলি ভারী হয়;
এক একটা দিন এক একটা পাহাড়ের মতো।
সেগুলো বয়ে নিয়ে যেতে কাঁধের গিট ছাড়িয়ে যাওয়ার উপক্রম।
তবুও বয়ে নিয়ে যেতে হয়, এটাই বুঝি নিয়ম।
অথবা বয়ে নিয়ে যেতে হয়,রৌদ্রোজ্জ্বল দিন-
কিংবা জ্যেৎনালোকিত রাতের আশায়।
এ নগরে তখন নাগরদের আনাগোনা বন্ধ হয়।
যদিও দু-একজন মুসাফির এগিয়ে এসে কিঞ্চিত সাহস যোগায়;
যা দুটো দিন বেঁচে থাকার পক্ষে যথেষ্ট!
তাই নিশ্চিত মৃত্যুটা দুদিন পিছিয়ে যায়।
স্বপ্নগুলো অবিন্যাস্ত উই ধরা টেবিলেই রয়ে যায়।