হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

রাখীপৃর্ণিমা
রাখীবন্ধনের আজ প্রভাতে
হৈ চৈ করে উঠেছ মেতে।
বাজার ভরা রাখীর পসরা
রাখী দেখে চোখ ফেরানো যায় না।
কত না আকারে সুদৃশ্য রাখী
অবাক হয়ে তাকিয়ে থাকি।
ছোট্ট বন্ধুরা তোমাদের বলি আজ এই রাখীবন্ধন
সৌহার্দ্য, ভালবাসা,ভ্রাতৃত্বের এক সুদৃঢ় প্রেম বন্ধন।
এই উৎসব সৌভ্রাতৃত্বের প্রতীক আমাদের ভারতবর্ষে
সকল মানুষ ভেদাভেদ ভুলে এই বন্ধন দৃঢ় করে।
হিন্দু,বৌদ্ধ, জৈন, শিখ, মুসলমান খ্রিস্টান
আমরা মানুষ শুধু জানি মোরা ভারতমাতার সন্তান।
উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের শুরুতে
কবিগুরু ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেন পবিত্র রাখীবন্ধনে।
মহাভারতে কথিত আছে আজকের এই দিনে
যুদ্ধে কৃষ্ণের কবজী থেকে আঘাতে রক্ত ঝরে।
দ্রৌপদী তাঁর শাড়ি ছিঁড়ে কৃষ্ণের ক্ষতস্থানে,
বেঁধে দিয়েছিলেন ভালবাসা দিয়ে পরম যতনে।
কৃষ্ণ অনাত্মীয়া দ্রৌপদীকে
বোন বলে ঘোষণা করেন
ভালবাসার প্রতিদান দেবেন তিনি এই প্রতিজ্ঞা করেন।
আজকের আমরা ভেদাভেদ ভুলে এসো সকলে মিলে
রাখীবন্ধনে এক হয়ে যাই মানববন্ধনে।