হৈচৈ কবিতায় অংশুদেব

ঘাটের কথা
রাতের পরে দিনের আঁধার
দেখন না যায় মুখ তো কাহার ,
যে ডা-ক-ছে আয়ন ভা-ই
তারে তো আর দেখন না-ই !
অন্য কেহ ঠাহর হ-য়
আপন মুখে পর কথা কয় ,
পর পড়শী বাদল পোনা
আপন ঘরে সাপের ফনা !
যে ডা-ক-ছে আয়ন ভা-ই
তাহারে বা কোথায় পা-ই ?
প-র প-র বোশেখ মা-ঠ
জ-ল বাঁধলে বাঁধব ঘা-ট ।