হৈচৈ কবিতায় মোঃ মনিরুল আলম

কাটব না আর গাছ
কাটবনা আর একটি গাছও
এই করেছি পণ,
গাছ কাটতে করব মানা
আমরা জনগণ।
গাছ আমাদের জীবন দাতা,
গাছ আমাদের প্রান;
ফলমূল আর জীবন বায়ু
সবই গাছের দান।
বৃষ্টি বাদল হবে নাকো
গাছ কাটলে পরে,
সোনার ফসল আসবে নাকো
আর কোনদিন ঘরে।
গাছের ডালে বাসা বেঁধে
পাখিরা ডিম পাড়ে,
নানা জাতের পোকা মাকড়
তারাও জীবন গড়ে।
গাছ কাটতে করব মানা
তাইতো দলে দলে,
থাকলে গাছ থাকবে জীবন
বিশ্বে কালে কালে।