কবিতায় ডরোথী দাশ বিশ্বাস

শ্রাবণে
একমুঠো রোদ আসুক
এই খোলা জানালা দিয়ে…
এক বুকভরা বাতাস খেলুক
এই বাতায়ন পথে
আকাশ এসে ধরা দিক
আমার দু’ চোখে
আমার চারপাশের বৃত্তটা
আর একটু প্রসারিত হোক
শ্রাবনের ধারা প্রশমিত হোক
খররৌদ্রতাপে…
অথবা স্বপ্ন এসে ধরা দিক
কোন এক জ্যোৎস্নার মধুর আলোকে…
মৃন্ময়ী মূরতি ধরি
জেগে থাকি নিদ্রাহীন রাত্রি
কোমেলিনা ফোটেনা আর
বিরামহীন বৃষ্টির আঘাতে…