কবিতায় বলরুমে ধারাবাহিক নিবিড় সাহা

অন্দরমহল ১৪
একলা সন্ধ্যার পাশে
ছোট্টো ছোট্টো পায়ে এসে দাঁড়ায় সকাল,
নরম রোদ পড়ে দেয়ালে টাঙানো ছবির গায়ে l
সেই রোদে সারাদিনের ক্লান্তি ধুয়ে মুছে
সকাল আর সন্ধ্যা একাকার হয়ে যাচ্ছে
ঠাকুমার ঝুলি আর মহাভারত সিরিয়ালের ভিতর l
বাঘপায়া মেহগনি খাটের উপর বসে
যখন দুজনে ইকির মিকির খেলে,
অনেক দিন পর আবার সেই আগের মতো
বাবার চোখে দুপুরের রোদ্দুর দেখতে পাই l