সম্পাদকীয়

খোঁজ
আমি পেশাগতভাবে যে সংস্থার সাথে জড়িত তাদের প্রাথমিক কাজটিই হলো খোঁজ। সে পারম্পরিক ভেষজ জ্ঞান হোক বা কোন নতুন উদ্ভাবন। এই কাজটি করতে করতে প্রতিনিয়ত শিখছি যে আমাদের প্রতিভা খুঁজে বের করতে চাইলে খোঁজ করে যেতে হবে। সংবাদপত্রের মধ্যে আমার সবচেয়ে প্রিয় খেলার পাতা। সেখানে সবকিছুই বড় সহজ ভাবে উপমা দিয়ে বর্ণনা করা থাকে। মাঝে মাঝেই পড়ি জাতীয় সিলেক্টররা বা কখনো কখনো কোচ, অধিনায়করাও চলে যান জেলা, ক্লাব বা রাজ্যস্তরের খেলা দেখতে। তারপর খনি থেকে আকরিক নিয়ে আসেন, তারপর ঘষেমেজে হীরক টুকরো… তেমনই আমাদের এই সাহিত্য জগতেও যদি হতো… হ্যাঁ হয়, কিছু মানুষ নীরবে এই মহান কাজটি করে চলেছেন। কিন্তু অনেককেই দেখেছি নতুনদের কোন প্ল্যাটফর্ম দিতে চান না। শিখিয়ে পড়িয়েও নেন না। বেচারারা বুঝতেই পারেনা, কোথায় তাদের ভুল, কি তাদের খামতি… আজকাল মানুষ সাহিত্য সভায় চলেছে, মুখে কোন কথা নেই… একদল প্রচার করছে, অপরদল শুনে হাততালি দিয়ে ফিরছে। কারো সাথে কারো ভাব বিনিময় নেই। একটা যান্ত্রিক সভ্যতা যেন… খোঁজ খুব জরুরী। আমি সেই খোঁজ করে চলেছি… একটি ভালো সাহিত্যের… একজন সাহিত্যসেবী মনোভাবাপন্ন মানুষের…
নতুন ও অভিজ্ঞদের লেখনীতে বরাবরের মতই এবারও সমৃদ্ধ হয়ে উঠেছে টেক টাচ টকের সাহিত্য জোনের এই সংখ্যা… চলুন পড়া যাক… আর পড়া শেষে একটু উৎসাহ নতুনদের জন্য…
সায়ন্তন ধর