কাব্যানুশীলনে আভা সরকার মণ্ডল

অধমর্ণ হই
অভাবী বলে পরিচয় দিলে
ভাগের আকাশ পুনরায় টুকরো হয়
রোদের কোলে চড়ে মেঘ আসে
পেতে রাখা পিঠের উপর কারা যেন মস্তি করে,
নির্জলা উপোসী মন—
যা কিছু অনন্য স্বেচ্ছায় ছেড়ে যায় পথে
চোখের অবস্থান সন্মুখে –এই দম্ভে
দৃষ্টিও ঘোরে না পিছে
প্রতিটি ফিরে দেখাই আসলে অসম্পূর্ণতার আকড়
তবু অন্য কোথাও, অন্য কোনো পৃষ্ঠায়
দাসখত দিই না
অধমর্ণ হই— শুধুই প্রেমের কাছে!