কবিতায় রত্না দাস

বাড়ি যদি
বাড়ি কাকে বলে বাড়ি!
উইন্ডোপেনের আবছায়া, আর বিষণ্ণ মেঘের সারি…
বাড়ি কাকে বলে বাড়ি!
ধোঁয়া ওঠা কফির কাপ সাথে মদালসা নারী!
বাড়ি কাকে বলে বাড়ি!
যেখানে ঋজু কঠিন বৃষস্কন্ধ এক পুরুষ প্রহরী…
বাড়ি কাকে বলে বাড়ি!
যেখানে ঘুমন্ত মনে দেহের দৌরাত্ম্যের বাড়াবাড়ি!
বাড়ি হোক না এমন বাড়ি
তমাল ছায়া ঘন হয়ে দেয় সুদূরের পাড়ি…
বাড়ি হোক না এমন বাড়ি
আদরে, অনুভবে ছুঁয়ে যেতে পারি
বাড়ি হোক না এমন বাড়ি
সবাই সবার কষ্টগুলো ভালোবেসে ভাগ করে নিতে পারি
বাড়ি হোক না এমন বাড়ি
উথলানো কলসে সুখপাখিটাকে যদি শক্ত হাতে চেপে ধরি,
উড়তে ঠিকই চাইবে, ডানাগুলোকে নরম করে বেঁধে রাখতে পারি।
সেই বাড়িটাই তো একমাত্র চাইবার মত বাড়ি…