গদ্যানুশীলনে প্রদীপ কুমার আচার্য্য

জীবনের অলিন্দে
জীবনের পথ বেয়ে চলতে চলতে.. চিক চিক বালুকায় ভাঙতে ভাঙতে কত বাঁকে থেমে যায় গেরস্থের আকাশের দেয়ালির চাঁদ।
কত সাঁকো পেরুতে পেরুতে অবাধ তলিয়ে যাওয়া থামতে থামতে… কতবার উজানেই জেগে ওঠে আলভূমি পৃথিবীর বুক…
বাঁক মানে হারানোর নয় কোন রেস.. মাঝে মাঝে শ্বাস টুকু থেমে যায় দীর্ঘশ্বাসে এসে, তারপর পেতে পারি অজানা শপথে কোন দিগন্ত দিশারী, পাথরের খাঁজে খাঁজে পেতে পারি বনসাই প্রেম।
তলিয়ে যাওয়া সাঁকো মানে কোনভাবে লেখা নয় ঠিকানার শেষ …খুলে যেতে পারে কোন দিগন্ত নতুন যার মাঝে অদৃশ্য ছোঁয়ায় জাগে মৌন আলাপন।
অনিশ্চয়তা মানে নয় কোন থেমে থাকা নিরাশা যাপন, সৃষ্টির ইতিহাস চিরকাল অনিশ্চিত বিস্ময়ের মাঝে জেগে রয়।
জীবন মানেই এক অনিশ্চিত জটিল কোন রুদ্ধ অভিমুখ, রুদ্ধদ্বারে করাঘাত করে চলি দীর্ঘ অহর্নিশ খোলা না খোলা সে এক নিস্তব্ধ প্রতীক্ষা কেবল।
কতকাল বেঁচে থাকে চলমান জীবনের সাফল্যের ধারা…সৃষ্টির অভিমুখে, হাজারো প্রশ্নের থাকে সহস্র উত্তর… সারাদিন হেঁটে যায় নীরবতা নিয়ে।
কতজন ক্ষয়ে বেঁচে থাকে তবু তারই মাঝে বয়ে আনে মহাকাশ বিজয়ের স্বপ্ন আবাদ…..ধ্বংসের অলিন্দে জাগে জীবনের নব নব কত রূপ রেখা ।