প্রবাসী ক্যাফে কাব্যে গোলাম কবির

এই নাগরিক সন্ধ্যায়
একেকটা দিন নম্র সকাল
খুব দ্রুতই ফুরিয়ে যায়,
প্রখর রোদে পৌরপথে উদ্দেশ্যহীন
একা একা হেঁটে হেঁটে
গা পুড়ে যায় দুপুর থেকে মধ্যদুপুরে।
এরপর ক্লান্ত বিকেল গড়িয়ে
নির্বিষ সাপের মতো
হিসহিস শব্দ করতে করতে
পড়ে থাকা মৃত মাছির মতো সন্ধ্যা নামে।
তারপর আসে একাকী নিবিড় রাত!
চৈতন্যের গহীনে তখন অদ্ভুতআঁধার আর
ভীষণ একাকীত্বের বেদনা সিম্ফনি বাজিয়ে
হৃদয়ের একূল ওকূল ভাসিয়ে নিয়ে যায়
প্রতিদিনই নিদ্রাহীন, তন্দ্রাহীন
এমনকী বোধহীন অঘোষিত মৃত্যুর দিকে!
তারপরও এই নাগরিক সন্ধ্যায়
তোমাকে মিথ্যে করে বলি
ভালো আছি, ভালোই থাকি!