কাব্যানুশীলনে শিখর চক্রবর্তী

যতরাত ততদিন
ঘুরে যাই, বিপন্ন বোধের উঠোনে
রুমালচোরের খেলায়, ঘুরে যাই …
জড়িয়ে ধরা জামাকাপড়ের মানুষ,
হেলান দেওয়া নিশ্চিন্ত ভাবুক
চারাগাছের গোড়ার ঝুরো মানুষ
মাঝবিকেলেই লন্ঠনের কাঁচ মোছে,
এ পাড়ায় দূরারোগ্য সুখের অন্ধকার।
চাঁদের আলোয় ও বাড়ির ছাদের মানুষ
অশরীরীর ভুল ভেঙে দেয় আত্মপরিচয়ে।
যেটুকু আলো আসে ভুষোকালি ডিঙিয়ে,
তাতে পরিচয়পত্রে আমাকে ছবি বলা যায় না।
তবু পড়া যায় ,
জন্মতারিখের পরে কিছু ফাঁক থাকে।
অচেনা ভীড় ভুরু কুঁচকে চাইলে বসিয়ে নেবো
একটা নতুন তারিখ,
তোমার সঙ্গে আলোচনা করেই না হয়…
এখন আছি বলেই তো বেঁচে আছি ।