ক্যাফে কাব্যে সন্ধ্যা দত্ত

ভুলের খোঁজ
দিনের আলোতে পারিনি খুঁজতে।
সাঁঝের বেলায় পাব কি ধরতে।
সারা দিনের ভুল, ত্রুটি যাকিছু,
যাবে পাওয়া তার হদিস কিছু।
কোথা থেকে যে করব শুরু তার।
কিভাবে হবে শেষ হবে খোঁজার।
অলস সময় এগিয়েই যাচ্ছে।
ভাবনাগুলোকে দুলিয়ে তুলেছে।
শুরু থেকে শেষ প্রলয় নাচন।
নাচছে হৃদয় তাই অনুক্ষণ।
ভুলের পাহাড়ের শিখরেই আমি।
হিমশৈল ক্রমে আসছে যে নামি।
তার এক আঘাতেই চূর্ণ হয়ে,
আজকের আমি যাবযে তলিয়ে।