কাব্যানুশীলনে ভুবনেশ্বর মন্ডল

অসুস্থতা জনিত
অসুস্থতা পাখি ডাকছে আমাদের
হাড়হিম শীতে কাঁপছি জ্বরে
চারপাশে উড়ছে হাজার সাপ
গায়ে খুনীর পোশাক হাতে রক্তের দাগ
প্রতিদিন দেখা হয় পথে মনসার সাথে
কলিং বেলে চাপ দিচ্ছে রাত্রি ও মনোবিকার
আরও হাসপাতাল ও সাইক্রিয়াটিস্ট দরকার
চলো মন্দির মসজিদ গির্জায় প্রার্থনা করি
ঈশ্বরকে চিঠি লিখে বলি সব
আমরা অসুস্থ ভীষণ অসুস্থ
আমাদের পাঠাও রুটি আর ডাক্তার ।