হৈচৈ কবিতায় আশীষ কুমার চক্রবর্তী

ছোট্ট বন্ধু
ছোট্ট বন্ধু তোমাদের জন্য লিখতে বসে কবিতা
জীবন পথে চলার জন্য বলব কিছু কথা।
জীবন গড়ো ন্যায় নিষ্ঠা সত্যের পথ ধরে
পিতা,মাতা,গুরুজনের প্রতি শ্রদ্ধা রেখো মনে।
মায়ের মতন আপন,কেহ নয় পৃথিবীতে
ভালবাসা দিয়ে মা’কে রেখো পরম যতনে হৃদয়ে।
ভদ্র ভাষা নম্র ব্যবহারে জীবনটাকে গড়ো
ভালবাসা আর বিশ্বাসে সব কিছু জয় করো।
জীবন চলে ঘাত প্রতিঘাতে
আজ যে আপন কাল পর হবে
এগিয়ে চলো হৃদয় প্রসারি ক্ষুদ্র দুঃখ তুচ্ছ মানি
হাসি,কান্না,মনুষ্যত্বে মধুর হোক জীবন খানি।