সাতেপাঁচে কবিতায় দেবব্রত মাইতি
ওটা কবিতা হয়নি
কেউ
হঠাৎই আমার গায়ে কাদা ছুড়ল
আমি তখন
স্টেজে দাঁড়িয়ে
একটা কবিতা পড়ছিলাম
কাদা এসে
ছাপ ফেলে গেল আমার সাদা জামায়
ছাপ ফেলে গেল সাদা মনে
মুখ তুলে তাকাতেই
আরও একটা কাদার তাল
কালো করে দিল আমার মুখ
আমি হাসিমুখে নীচে নেমে এলাম
নীচে নেমে আসতেই
যারা
কবিতায় ক এর অর্থ কি
প্রশ্ন করলে
পিছন ফিরে দেখে সাদা ধুতির রং
তারাও লেকচার দিতে শুরু করে
মনে পড়ে
কলেজের বোরিং লেকচার
নামিয়ে আনত ঘুম
কিন্তু এখানে
ঘুমের জায়গা আর সোনার পাথরবাটি
অজান্তেই সমার্থক শব্দে পরিণত হয়
একটা মেডিসিন শপ খুজে ফিরি আমি
কবিতা লিখতে এসে
এভাবে গা গুলিয়ে যাবে, ভাবতে পারিনি