• Uncategorized
  • 0

অপরাহ্ণ সুসমিতোর বোনাস

জন্মের শহরঃ সিলেট। বেড়ে ওঠাঃ সিলেট, রাঙ্গামাটি, চট্টগ্রাম। কিছুদিন আন্ডারগ্রাউন্ড সাহিত্য পত্রিকায় লেখালেখি চলছিল। গদ্য পদ্য দুটোতেই দৌড়-ঝাঁপ। লালমনিরহাটে বছর পাঁচেক ম্যাজিস্ট্রেসি করেছেন। ত্রাণ মন্ত্রণালয়েও কিছুদিন। কানাডার মন্টিয়ল শহরে আছেন দীর্ঘদিন। লেখালেখির বাইরে আবৃত্তি, অভিনয়, টেলি-জার্নাল, বড়দের-ছোটদের নিয়ে নানা রখম সাংস্কৃতিক কর্মকাণ্ডে সমান আগ্রহ। একসময় গ্রুপ-থিয়েটার করতেন। একটা শর্ট ফিল্মে অভিনয় করেছেন। কাব্যগ্রন্থঃ তুমি পারো, ঐশ্বর্য (২০১০), রাষ্ট্রপতির মতো একা (২০১৪) গল্পগ্রন্থঃ চিরিয়াখানা বা ফেসবুক ও অন্যান্য গল্প (২০১৬), গল্পগুলো (২০১৯) প্রবচনগুচ্ছঃ মিরর (২০১৬)

ব্যবহারে বংশের পরিচয়

কমলালেবুটা আজ খুব এক্সাইটেড । সেল ফোনে সময় দেখছে ।
( অপেক্ষার সময়ের একটা মাননীয় প্রধানমন্ত্রী টাইপ বৈশিষ্ট্য আছে,সেটা হলো অপেক্ষা যখন ঘর থেকে বেরুবেন তখন চারপাশের লোকজন রাস্তার দুই পাশে অপেক্ষা করে । মাননীয় অপেক্ষা তখন ধীরে চলো হে রাজনন্দিনী গান করতে করতে মন বিহারে যান। )
কমলালেবুর তর সইছে না,কখন রাত ১২ টা বাজবে আর সে ১৮ বছরে পা দিবে । ১৮ পা দিলেই সে ফুরফুরা । প্রাপ্ত বয়স্ক । সে অসভ্য ছবি দেখতে পারবে,ভোট দিতে পারবে ।
এরই মধ্যে ফোনে টেক্সট আসা শুরু হয়েছে ।
: হে সুপার ম্যান ডোন্ট ফরগেট টু ওয়ার আন্ডারওয়্যার
: ল পাটক্ষেতে যাইগা
: হ্যাভ সেইফ সেক্স হ্যাভ ফান
: গুডবাই টিন ওয়েলকাম এডাল্ট
কমলালেবু সোফায় পা তুলে টিভি দেখছিল । ফাঁকে ফাঁকে হ্যাপি ফেসবুকিং মোবাইলে । টেনশনে কোথাও তার মন নেই । রিমোট দিয়ে ইচ্ছেমতো চ্যানেল পাল্টাচ্ছে । ওয়েস্ট ইন্ডিজে টাইগাররা হাবুডুবু খাচ্ছে । মন খারাপ শুরু হতেই সে চ্যানেল বদলায় । আচমকা স্ক্রিনে লাক্স ফ্যাশন শো তে ওর চোখ বাণে ভাসা খরকুটোর মতো আটকে গেল ।
একটা আগুন টাইপ মেয়ে শাড়িকে আলতো আড়াল করে উপরে ব্লাউজ আবরণ করেছে ।
মনে হলো কে যেন কমলালেবুর এই গিলে খাওয়া দৃষ্টি সেপটি পিন দিয়ে টিভি স্ক্রিনের সাথে পেস্ট করলো ।
কমলালেবুর গার্লফ্রেন্ড লেবু’র টেক্সট এলো ঠিক সেই কঠিন মূহুর্তে;
: শোনো টিভি গিলে খাবা না । আই রিপিট ডোন্ট ইট হার !
গার্লফ্রেন্ড লেবু সামনে নেই,তবু সে ভয় পেলো । অজান্তেই সাঁ করে চ্যানেল পাল্টে দিল ।
হাতের ডানে রাখা মোবাইল পর্দায় তাকতেই ফেসবুকে ওর হোমপেজ । লেবু’র পনের মিনিট আগের স্ট্যাটাসে চোখ আবার আটকে গেল । প্রেমিকার টুনটুন স্ট্যাটাস ;
: আমি একজন মেয়ে । আমার ব্রেস্ট আছে,ব্রেস্টের ভাঁজ আছে । কারো কোনো সমস্যা ??
কমলালেবুর কানটা লাল হয়ে উঠলো কমলারঙে । লাইক বাটনে ক্লিক করবে কি করবে না ভাবতেই রাত বারোটা বেজে গেল ।
তখনি মোবাইলটা নিশি পাখির মতো বেজে উঠলো । লেবুর ফোন ।
: হে ম্যান । স্বাগতম ১৮
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।