হৈচৈ কবিতায় বিজুরিকা চক্রবর্তী

ছোট্ট টুবাই
ছোট্টো টুবাই করছে খেলা,
সকাল, বিকেল, সন্ধ্যাবেলা,
মা বলে যায় পড়তে তাকে,
বই-খাতা সে লুকিয়ে রাখে!
“পড়বি না তুই দুষ্টু ছেলে?!
কান মুলবো শূন্য পেলে!”
ছোট্টো টুবাই ফুঁপিয়ে বলে,
“কী হয় একটু খেলতে দিলে?”
ধমকিয়ে মা চোখটা পাকায়,
টুবাই ভয়ে চমকে তাকায়!
“খেলার সময় খেলবি নাহয়,
সব খেলা তোর পড়ার সময়?!”
টুবাই ভাবে নিজের মনে –
দুঃখ অঢেল তার জীবনে,
সারাক্ষণই শুধুই পড়া,
মা টা যে তার বেজায় কড়া!
বাবা তখন আদর করে,
বলেন, “সোনা টুবাই ওরে!
মায়ের উপর করিস না রাগ,
তুই যে মা’র সবটা জুড়ে”।।