সম্পাদকীয়

অনলাইন উৎসব

হ্যাঁ আমাদের ইশকুল, কলেজ, কোচিং, ফোচিং সবই ছুটি, যখন খুশি নেচে বেড়াবো, যখন খুশি গাইবো গান, আর আঁকাবাঁকা প্যাঁকাঠি দিয়ে নৌকো বানাবো, জলের স্র্রোতে, ঝর্ণার তালে তালে, ঘুম-পাহাড়ের কুয়াশা ছাড়িয়ে টয়ট্রেন চড়েই আবার দার্জিলিং যাবো।কি ভাবছো? গুল দিচ্ছি? আরে নারে বাবা না, একদম না, এখন অনলাইন আমাদের, মানে ছোট ছোট ইশকুলের কচিকাঁচা, আমাদের থেকেও পুঁচকেদের নিয়ে অনেক উৎসব হচ্ছে। তারা সিনেমা দেখতে পাচ্ছে, ল্যাপটপ খুলে অনলাইনেই গল্প করতে পারছে সেই সুদূর আমেরিকায় থাকা বন্ধুদের সাথে। হ্যাঁ, এখন মন খারাপ অনেকটাই কম।
আগে বাবা মা সারাক্ষন বলতো কম্পিউটারে গেম খেলবিনা, সিনেমা দেখবিনা, কার্টুন দেখতে দেখতে সেই স্ক্রিনের ভেতরেই ঢুকে যা, কিন্ত এখন তো নিজেরাও আমার বন্ধুদের মায়েদের সাথে সেই কম্পিউটারে না ঢুকে গিয়েও দিব্বি গল্প করছে। কাজেই ঐসব হাবিজাবি দশ কম্পিউটার বাবাজিকে দিয়ে লাভ নেই। আমার তো রোবু নেই, আমার ওই ছোট্ট একটা কম্পিউটার আছে, তাতে এখন আমি গান শুনি, বন্ধুদের সাথে অনলাইন গানের লড়াই খেলি, গেম নিয়ে আলোচনা করি, কবিতা বই, ছড়া শেখাই আমার থেকেও ছোটদের, আর ভীষণ ভীষণ মজা হয় যখন আলাদা আলাদা সব জানলায় (কম্পিউটার সেটাকেও উইন্ডো বলে যদিও!) আমরা একজন অন্যজনকে টাটা বাইবাই করি, মুখ ভেঙ্গাই,কখনো কখনো বা ঘুঁষি দেখাই আর মাঝেমাঝে আবার ইশারাতেও কথা বলি, মানে ঠিক যেরকম ক্লাসে বা পার্কে করি।
প্রথম প্রথম এই তালাচাবি না লকডাউন যখন হলো তখন বেশ মন খারাপ ছিলো, কিন্ত এখন সত্যি দেখছি আমাদের স্কুলের মিসেদের সাথেও ক্লাস করতে পারছি, অংকের স্যারেরা অবশ্য খুব একটা বকছেনা অনলাইনে আর সবথেকে যেটা ভালো লাগছে সেটা হলো আমরা অনলাইনের লেখা, কবিতা, ছবি সবকিছু নিয়ে আনন্দে থাকতে পারছি, অনলাইন কবিতা, বসে ডিজিটাল পেইন্টিং, মুখোশ বানানো, আরো কত্ত কত্ত হাতের কাজ শিখলাম।
আর শনিবার গুলো আরো সুন্দর লাগে যখন আমাদের আর আমাদের বন্ধুদের আঁকা, লেখায় আরো রঙ্গীন হয়ে ওঠে টেকটাচটক পরিবার। খুব খুশি হয়ে দেখতে থাকি www.techtouchtalk.in
আমরা সাহিত্য হৈচৈ-এ প্রত্যেক শনিবার নিয়ে আসছি সেই মন-ভালো করার অনলাইন উৎসব, ছোট্ট বন্ধুদের জন্যে তো অবশ্যই, আর সব্বাই যারা যারা ছোট্টবেলাগুলোকে আবার ফিরে পেতে চাও। তোমাদের গল্প, বায়না, কবিতা, আঁকা, ভালোলাগা, মন্দলাগা, দুষ্টুমি সবকিছুর জন্যে আছি আমরা টীম টেকটাচটক শনিবারের ‘হৈচৈ’ নিয়ে।
মেইল করো: sreesup@gmail.com
techtouchtalk@gmail.com

শ্রীতন্বী চক্রবর্তী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।