কবিতায় শুভঙ্কর চট্টোপাধ্যায়

ভালো লাগবে তো?
একদিন চুপ করে যাবো।
কোনও অভিমানে নয়,
মনখারাপ হলেও না,
আদর পেলেও সামলাবো।
সত্যি বলো, ভালো লাগবে তো?
একদিন আর লিখবো না।
কষ্ট হলে পুড়ে যাবো,
আগুন চিবিয়ে খাবো,
তবু প্রত্যাঘাত শিখবো না।
শুধু বলো,ভালো লাগবে তো?
একদিন খুঁজেই পাবে না।
মুখের ওপরে দরজা
বন্ধ আর করতেও হবে না।
গলার আওয়াজ স্তব্ধ,
ছেলেটা ভীষণ জব্দ,
সেইদিন, ভালো লাগবে তো?