কবিতায় শুভাশিস সাহু

স্বপ্নের প্রতি লোভ
তোমার রূপে আমি মোহিত হলাম।
তোমাকে দেখার পর
আমি অনেক বদলে গেলাম।
আমার দিন রাএির সমস্ত সময়
এখন তোমার।
তোমার রূপের ঝলক
আমি দেখেছি অনেক।
এই পৃথিবীতে আমি
বহুদিন রয়ে যাবো।
আবার আমি তোমাকে পাবো
কোন একদিন,
এ পৃথিবীর আলো
আবার আমাকে দেখাবে
নতুন স্বপ্ন।
তোমাকে খোঁজার জন্য
আবার আমি হব নিখোঁজ,
তাই বুঝি আমার কাটেনি
আজও স্বপ্নের প্রতি লোভ।