T3 নববর্ষ সংখ্যায় আবির চক্রবর্তী

নববর্ষের কবিতা
বর্ষ হয়ে এলো শেষ’,স্মৃতির ঝাঁপিতে লাগে নরম রোদ্দুর
বারান্দায় এলিয়ে একা বিকেলের মরা আলাে ,
যেন মা এসে বসেছে সেখানে, কপালে সিঁদুর
যে সিঁদুর দিগন্তমেঘের গায়ে আগুন ধরালাে।
আকাশে বেড়ায় রাঙা মেঘ,পুকুরে শালুক।
এমন সন্ধ্যায়, শালবনে ঝরাপাতা ভীষন লাজুক।
দূরে ঐ মজা ডোবাটায় টুপটাপ শিশির পতনে
নাজুক নক্ষত্রদল ব্যস্ত আজ স্নান সমাপনে ।
পাশে পড়ে থাকা পথ, যারা যায় ডাক দিয়ে যায়….
এলোমেলো,মিঠেসুর বাতাসে ছড়ায়।
যারা যায় সবাই কি ঘরে ফেরে? ফেরা যায়!
মায়াবী পায়ের চিহ্ন ছোঁয়া পথে?
ধুলিকনা আঁকে জলছবি পুরনো শপথে…
ফেরে না।ফেরে না। শুধু রেখে যায় কিছু মধুস্মৃতি।
অবসরে,অবকাশে মনে গড়ে সুখভোগ,মঙ্গল-আরতি
এমনই ধুধু হাওয়া,তাপদগ্ধ কোনো চৈত্রদিনে,
জাগুক নতুন গান, চিরায়ত নবসৃষ্টি আনন্দ আবাহনে।