T3 নববর্ষ সংখ্যায় সুশান্ত সেন

নেওয়া
আমি ত নিতেই জানি কোনদিন ও দিইনি ত কিছু
তোমার বুকের দুধে বড় হই ,এখন যুবক
তোমার গাছের ফলে খুঁজে নিই অমৃতের স্বাদ
তোমার বাতাস জুড়ে শ্বাস নিয়ে আমি বেঁচে থাকি।
ঝড়ে পড়ে গেলে জাগে মনমরা অনন্ত বিষাদ।
এ কেমন খুঁটে খাওয়া প্রকৃতির বুক চিরে চিরে
সবাই মাতাল থাকি ভবিষ্যত অনিশ্চিত থাকে
অদ্ভুত বেদনা আজ গ্রাস করে ধস্ত রাত্রিটাকে
গ্রহণ করেই এক অতি ক্ষুদ্র জীবন কাটাই
এর কোনো শেষ নেই যত দিন বেঁচে বর্তে থাকি।