কবিতায় তুষার ভট্টাচাৰ্য (গুচ্ছ)

নদীর জলে
হৃদয় শূন্য হলে মনের উঠোনে কখনও উড়ে আসে না
শিশিরের গন্ধ গায়ে মেখে ভোরের শালিক পাখি
জোছনার বৃষ্টিতে ভিজে বুনো ঝোঁপে জ্বলে না
সবুজ জোনাকি ;
হৃদয় শূন্য হলে বিজন রাত্তিরে আধো ঘুমের
ভিতরে নীরবে ভেসে আসে পাতা ঝরার মর্মর গান
আবছা স্মৃতির আয়নায় ফুটে ওঠে দুঃখের খড়কুটো
আর না বলা সব গোপন অভিমান ;
হৃদয় শূন্য হলে আমি নদীর জলে ছুঁড়ে মারি
একমুঠো মাটি সাদা বালি
তারপর ভালবাসা বেদনার অশ্রুটুকু
দু’চোখে মেখে কেটে যায় ধূসর দিনগুলি রাতগুলি l
অভিমানী মুখ
নিঝুম রাত্তিরে ঝরা শিশিরের কান্না জলের ভিতরে
যার অভিমানী ম্লান মুখ ভেসে ওঠে
তাকে আমি চিনি ;
সে ছিল অমল কৈশোরের
রূপকথা স্বপ্ন সহচরী ;
তাকে আমি আজও নীরবে খুঁজি
মায়া মৃদঙ্গ জোছনায়
ওই দীঘল আকাশ দিগন্ত রেখায় l