কবিতায় শুভাশিস সাহু

প্রেমের যুদ্ধ হোক

আজ আকাশে
প্রেমের আর্বিভাব হোক,
তুমিও এসো
দেবীর মতো;
আর জড়িয়ে ধরে বলো:
‘এখন আর
দুঃখ করতে নেই, এইতো
আমি তোমার
কাছে।’

হে দেবী_হে আকাশের
বিচলিত সুখ;
আজ দুজনের ভিতর
শুধু প্রেমের যুদ্ধ হোক॥

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।