কবিতায় বলরুমে দেবারতি গুহ সামন্ত

আমারটা বাস্তব
জোনাকি বিহীন রাত কোনোদিন কল্পনা করেছ?কিংবা স্নেহ ছাড়া ঘর?
স্লথ গতিতে এগোতে থাকা সুয়োপোকাটার,
এখনো সময় হয়নি প্রজাপতি হওয়ার।
বিছানায় পড়ে থাকা বাসী খবরটা,
মিশে যাচ্ছে রোজকার ডালভাতে,একঘেয়েমিতে,
অল্প অল্প করে তৈরি হচ্ছে পাখনা,
রঙ লাগলেই উড়ে যাবার পালা।
শিল্পী ওর ক্যানভাসে একটু একটু করে,
ফুটিয়ে তুলছেন জোনাকি ভরা রাত,
স্নেহের ঘর,মন্থর গতিতে এগোনো সুয়োপোকা,
আমি ডালভাত খেতে খেতে রঙ ভরছি প্রজাপতির পাখনায়।
শিল্পীর সাথে আমার একটাই তফাত,
শিল্পীর ছবিটা কাল্পনিক,আমারটা বাস্তব।।