কবিতায় সুমিতা চৌধুরী

আজকের কালবৈশাখীরা
আজ প্রকৃতির কালবৈশাখীরা জায়গা নিয়েছে মানুষের মন প্রকৃতিতে,
নিত্য সেখানে ঝড়ের দাপট, যেন সাক্ষাৎ মহাকাল!
মন-মগজে আজ কবেল কালো মেঘেরই ঘনঘটা,
কে যেন দিয়েছে ঢেকে বিবেকের সব প্রকাশ।
দিনের উদয় হয় না তাই বুঝি,
রাতের পরে রাত চলে শুধুই অমানিশার সীমানায়।
আজ প্রকৃতির কালবৈশাখীরা মনেই বেঁধেছে বাসা,
লণ্ডভণ্ড তাই আজ সব কারো জীবন।
সমাজ সংসার আজ ঝড়ে আহত বৃক্ষের মতোই নুয়ে পড়ে প্রতিনিয়ত,
মেরুদন্ডগুলো ভাঙা হয়েছে তাদের বহু আগেই,
দুলতে থাকে তাই দোদুল্যমান ভবিষ্যতের মতোই,
নেই লক্ষ্য, নেই স্থিরতা, নেই আগামীর কোনো অঙ্গীকার!
আজ কালবৈশাখীরা প্রকৃতির থেকে করাল সকল মনের ঠিকানায়,
যার অভিঘাতে ভাঙে ঘর-সমাজ-সংসার, ভাঙে রাজ্য থেকে রাষ্ট্র দুর্বার গতিতে ধ্বংসের মোহনায়….