কবিতায় বলরুমে নন্দিনী সেনগুপ্ত

চশমার দোকান
চশমা …চশমা, চশমা
বাজারে নতুন চশমা এসেছে।
চশমা পরেই আমি পড়ছি
সোশ্যাল মিডিয়াতে
আমার নোটিফিকেশন, মেসেজ,
কোথায় কী খবর সবকিছু…
পথে পথে বেড়ে চলেছে চশমার দোকান।
চশমা পরে আমি জেনে যাচ্ছি
প্রতিমুহূর্তের খবর। টাটকা খবর।
টাটকা টাটকা কোথায় চলছে নারীমেধ
সব জেনে যাচ্ছি আমি
জেনে যাচ্ছি
নতুন কারা অন্ধ হয়ে
খুঁজে চলেছে নতুন চশমা।
চশমার দোকান বেড়ে চলেছে প্রতি রাস্তায়।
অন্ধকার শহরে বা গ্রামে রাতের বেলায়
মেয়েরা যে সব পথে যেতে পারে না,
সেখানেও প্রতি মুহূর্তে গজিয়ে উঠছে
চশমার দোকান।