কবিতায় চিরন্তন বন্দ্যোপাধ্যায়

আগুনপাখি
দিব্যি ছিলাম ওপাশ ফিরে,
চুপটি করে লোকের ভীড়ে:
মুখ দেখাতে আমার ভীষন ভয়-
থাকতে বেঁচে মাথায় রেখো
ঘোড়ার মত সামনে দেখো,
এখন বড় অবসন্ন বিষন্ন সময়।
হঠাৎ দেখি শহর জুড়ে,
অসময়েও যাচ্ছি পুড়ে;
আমিও তো তাই দাড়িয়েছি ফুটপাথে-
অবাক হয়ে চলতে থাকি,
মানুষ আজো একটু বাকি
সেই আশাতেই হাত রেখেছি হাতে।
এই মিছিলে ওই মিছিলে
ছন্দ বাঁধি অন্ত্যমিলে,
আমি, তুমি, অন্য কোন লোক;
আগুন থেকেই আগুন আনি,
আগুন লেখে অমোঘ বানী-
ভয়ের মতোই সাহস সংক্রামক।।