কবিতায় চিরঞ্জীব হালদার

একটি অগা কবিতা
তোমারই ভেতর যে ছদ্ম নাথিংনেস্
তাকে ভাবিতে পারো নেউল নেউল
ভেতরে যে অদরকারী গাঢ় অন্ধকার
তাকে দিতে পারো তুমি সাতনরী দুল।
সাতভরী মীনে করা অহঃ বিরহের
রঙ মেখে ভাসো ভাসো ম্যসেঞ্জারে।
তুমি কারে ঘাতক ভাবো ঘাতকীও
রাঢ়বঙ্গ ভুল করে কাহাকেই মারে।
মারিলে মারীতেই ডাকো জন্মদিনের
বিরহের পাশেই তুমি দেখিবে বিদ্রোহ
দানা রাঁধে অজানা ধিকি ধিকি স্ফটিক
প্লাজমা কণার হাসি হাসে হাহা হোহো।
তোমারই ভেতর যে চরিত নাথিংনেস
বুঝিলনা রাষ্ট্রকেও দেখাই তদ্রুপ
খোরাকি বাজেট জুড়ে ঝড় ঝরে হাসি
অলক্ষে বিরোধীজাল গড়ে মায়াকূপ।