কবিতায় সংহিতা ভৌমিক

বেখেয়ালী মন
কিছু সম্পর্ক বোঝা আর না বোঝার মাঝে দাঁড়িয়ে থাকে,
মায়া যতো বাড়ে ভালোবাসার দাবি বাড়ে।
অনুভূতি যতো দ্রুত কাছে আনে,অভিমান ততো দূরত্ব বাড়ায়।
কিছু সম্পর্ক বুঝি এমনি হয় –
শীতের শুরুর দিন গুলোর মতো,
ভোরে কুয়াশা যেমন শীতলতার ছোঁয়া দেয়,
দিন বাড়ার সাথে সাথে রোদের উষ্ণতায় আবার হারিয়ে যায়,
নেমে আসে পড়ন্ত বিকেলে নিশ্চুপ গলির পথে।