T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় সারদা চক্রবর্তী

হাল্লাবোল হোক শোরগোল
দুর্বিসহ, দুরন্ত রাত
একে একে জগছে তারা,
তাদের কাজের ভীষণ তাড়া।
বাড়ছে শ্বাস কষ্ট ডাক্তার তুমি এখনি এসো।
তারাদের সাথে তুমিও কাজে আত্মহারা,
ক্লান্ত হতে তোমার মানা।
গভীর কালো রাত চারদিক স্তব্দ,
ক্লান্ত শরীর, ঘুম করে তোমায় জব্দ।
ডাক্তার তবুও তুমি জাগো,
আজ রাতের শেষ রুগী দেখা
এখনো বাকি তা জানোতো।
সেই ক্ষণিক বিশ্রাম আজ বিভীষিকা হানলো।
ও ডাক্তার তুমি জাগো,
পিশাচের দল তেড়ে আসে।
তোমার ক্লান্তি করো দূর,
আজ স্টেথোই হোক তোমার ত্রিশূল।
ও ডাক্তার একি হলো,
তোমার শরীর ওরা করেছে ছিন্নভিন্ন।
ওরা ভাবছে এ মরন খেলা
এখানেই সমাপ্ত,
কিনতু তোমার সত্তার জোর ওরা কি জানতো?
জ্বালামুখি হয়ে আজ
তোমার স্তব্ধ ডাক হাল্লাবোল ফেলেছে শোরগল,
নরপিশাচের দল আজ জানবে তুমি নও দুর্বল।
সহস্র কোটি মেরুদন্ড গড়বে তোমার জন্য বজ্ররাস্ত্র ধ্বংস করবে অসুর বৃত্ত।
নির্ভয়া ডাক্তার তুমিও পাবে ন্যায্য বিচার।।