T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় সত্যবাদী

সাইরেন
ভোর চারটেয় সাইরেন বাজলে একদল লোক ঘুম ছেড়ে এক কাপড়ে ছোটে কারখানায়।
পাড়ার চা-দোকানে বিপ্লব কাকার রেডিওতে ভাঙা ভাঙা গান গায় কিশোর কুমার।
কারখানার কলের সাথে শ্রমিকদের একটা অযান্ত্রিক সম্পর্ক।
কলে গন্ডগোল অনেকদিন, তাও বেপাত্তা কারখানার মালিক।
সে বলে, এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম কল বিকল হতেই থাকে।
এদিকে মুনাফা তার ঠিকই চাই।
একদিন বিকট এক যান্ত্রিক আঘাতে, ভেঙে পরল ফুল।
তার বাবা কাজ করে কারখানার কলে।
অসুস্থ বাবা না আসায় ফুল এসেছিল কাজ করতে।
বিকল কলের আঘাতে বিকলাঙ্গ এক লাশ, একা মর্গে।
না, মালিক জবাব দেননি।
মালিক আপাতত কারখানার কলের বিকলতার বিকল্প খুঁজছেন।
কখনও কলের দোষ খুঁজছেন,
কখনো “কল কেন সারানো হয়নি?” বলে চিৎকার করছেন।
এদিকে শ্রমিকেরা বিভ্রান্ত। তবে তারা ফুলের বিচার চায়।
মালিক বলেছেন সাইরেন বাজলেই সবাই কাজে ফিরবে।
সেদিন সন্ধ্যেটা ছিল অভিশপ্ত।
রাত্রের চাঁদে ছিল কুয়াশার অশ্রু।
কিন্তু তবু, আবার সকাল হল, আবার সাইরেন…