T3 || স্তুতি || শারদ বিশেষ সংখ্যায় রত্না দাস

অচিন লোক
একটু একটু করে চোখ খুলি। নিদালির ঘোর
লেগে থাকে।
আচ্ছন্নতার মাঝে উঁকি দেয়
ক্রমিক সংখ্যার মত কত মুখ। কিছু চেনা
কিছু অচেনা।
বাস্তবতা পরাবাস্তবতার মাঝে জীবন দোদুল্যমান।
স্রোতস্বিনীর অস্পষ্ট শব্দ কোথা থেকে
আসে?
খাড়া পাহাড় সামনে, পাশে গভীর খাদ ।জীবন
এখানে জগৎ বিচ্ছিন্ন : গতি স্তব্ধ।
জনারণ্যের কোলাহল সেই স্তব্ধতাকে স্পর্শ
করেনা।
প্রকৃতি কি সজীব!
যেন পাখির নরম পালক। শান্ত চরাচর।
নীরব প্রশান্তিতে স্নিগ্ধ আহ্বান —
এসো, হারিয়ে যাও এই গভীররতায়। ডুব দাও
ভাষাহীন গহনে।
মমতা আর আদর মাখামাখি হয়ে জড়িয়ে ধরবে
সকল সত্ত্বাকে।
ভুলিয়ে দেবে লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অভিমান।
চল যাই সেই অচিন লোকে…