কবিতায় অন্নপূর্ণা দাস

রাজপথ
রাজপথে বিষন্নতা ছেয়ে আছে
কখনো শিরদাঁড়া, চোখ, মগজ
আবার কখনো ঝাঁটা হাতে মিছিলে পথচলতি ডাক্তার
তাদের সবাইকে একটা প্রশ্ন ভাবাছে
বিচার পাব তো?
বিচার চাই, বিচার চাই, বিচার চাই…
মহা বিস্ফোরণ ঘটে চলেছে প্রতিনিধিত্ব থেকে রাজনীতিতে
প্রশ্নের পর প্রশ্ন, যুক্তি তর্কের আড্ডা
তবুও কোথায় যেন সব বোবা বাক্সের রঙের আলোকের
আলোচনার উর্দ্ধে ওঠা জিজ্ঞাসা চিহ্ন
হতাশ প্রথিক বলে ওঠে আরও একটি দিন অতিক্রান্ত
প্রহরী জেগে রয়, গীর্জায় ঘন্টা বাজে, গর্জে ওঠে জনতা
তবুও রাজদরবারের রাজদণ্ডের প্রশ্ন চিহ্ন ঘোরে
তিলোত্তমা ঘুমিয়ে পরে তিলোত্তমার রাজপথে
হা হা করে হেসে দস্যু এগিয়ে চলে নতুন…
সে কি ভুলে গেছে মহিষাসুর বধের পূর্বকালীন
প্রকৃতির ভারাক্রান্ত সময়…