কবিতায় তাপস কুমার দে

প্রার্থণা
হিম গন্ধে ভেতরটা অন্ধকার
বাইরে নিঃসঙ্গতার ভয় ভয় ছায়া আর নাভিমূলে গুম-খুনের ঘূর্ণি
কেউ কুশল বিনিময়ের স্পর্শবিদ্যা পড়তে চাইছে না
পুঁজি উজাড় হয়ে গেছে মানুষের ভেতর বাহির হতে
এখন শূণ্য দেওয়াল গল্পকথায় বসে থাকা কিছু ছায়া
স্মৃতির ঝড়ে শুকিয়ে ওঠা আদি শীত
বুকের ভেতর নিঃস্ব হবার দৃশ্য
ভুলতো রাত্রি পোহানো শিশির
যার বুকে পা রেখে নতুন দিনের শুরু
তবুও রং ছোঁয়ানোর অপেক্ষায় ভেজা কারো চোখ
কুয়াশা শুয়ে আছে দৃশ্য যাপনে
ঘাসের ঘাম ঝরা ভাঁটফুল ঢাকা গ্রামগুলি পালিয়ে যাওয়া আয়ুষ্কাল
হয়তো জ্বলে উঠবে শপথের শুতোয় গাঁথা ফুলগুলি
যারা পারে তারা খুলে দিক তৃতিয় চোখ।